মাউন উল করিম : দিনটি ছিল বৃহষ্পতিবার প্রায় মধ্যরাতে গভীর ঘুমে ছিল সেদিন ঢাকা শহর হঠাৎ করেই মৃত্যু যেন রাতের কালোর চাইতেও বেশী কালো করে দিয়েছিল সবকিছু সেই রাতে পাকি সামরিক জান্তার সেনানিবাসের ট্যাংকগুলো মৃত্যুদুত হয়ে নেমে আসে রাস্তায় সেই একাত্তরের বিভীষিকাময় কালরাতের স্মৃতি জাগানিয়া ২৫ মার্চ আজ। সেই সময়টিতে বাঙালির হৃদয় জুড়ে ছিল একটি পতাকার রঙ... স্বপ্নচেতনা জুড়ে ছিল একটি মুক্ত ভূখন্ডের আশা। সারা দেশ ছিল উত্তাল আন্দোলনে।