মাউন উল করিম : আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির দিন। মেহনতি মানুষের ঘাম, রক্ত ও শ্রম অধিকারের বৈপ্লবিক অনুভব সঞ্চারিত হওয়ার দিন। সভ্যতার সুচনা শ্রমের ভিত্তিতে হলেও একটা সময় ছিল যখন শ্রমিকের মর্যাদা বলে কিছু ছিল না শ্রমিকদের নাম মাত্র মুজুরি দিয়ে মালিকরা ইচ্ছামত কাজ করাতো। তাদের কোন নির্দিষ্ট কর্ম ঘণ্টা ছিল না। এর প্রতিবাদ করলে মালিকরা চালাতো নির্যাতন। শ্রমিকদের ১৮ থেকে ২০ ঘণ্টা কাজে লাগিয়ে মালিকরা টাকার পাহাড় গড়ে তোলে। তখন শ্রমিকরা সংগঠিত ছিল না। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে তারা ক্ষতি ও নির্যাতনের শিকার হতো। ১৮৮৪ সালে আমেরিকার লেবার ফেডারশেন ৮ ঘণ্টা কাজের দাবিকে জোরদার করে তোলে।
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩
শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩
তুমি এসো গগন পূর্ণ করি : বিশেষ সম্পাদকীয়
মাউন উল করিম : বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরের শুরুর দিন, হালখাতার দিন। বৈশাখের প্রথম দিন থেকে বাঙালি-জীবনে নতুন বছরের সূচনা। নতুন জীবনের গোড়াপত্তন। বৈশাখের সঙ্গে বাঙালি-জীবনের একটা অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নবান্নের পর মানুষ এ মাসে যেন কর্মক্লান্ত জীবনের মাঝে অনাবিল স্বস্তি ফিরে পায়। বছরের অন্যান্য মাসে যেন সারা দিনমান ক্ষেত্রে খামারে কাজ করতে হয়, বৈশাখে এসে জীবনের ধারা বদলে যায়। এর মাঝে বাংলাদেশের মানুষ খুঁজে পায় এক নতুন আস্বাদ, নতুন করে জীবন চলার পথের উপাদান, প্রেরণা আর উদ্দীপনা। তাই বাঙালি জীবনে এ মাসের গুরুত্ব অপরিসীম।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)